
স্টাফ রিপোর্টার,দেবহাটা:দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতির সম্পাদক তারেক মনোয়ারকে মারপিট করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। সাথে সাথে নেতৃবৃন্দ ঘটনার সাথে সকল দুষ্কতকারীদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিযেছেন।
এই ঘটনার যথাযথ বিচার ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সাইফুল ইসলাম, সদস্য হারুন-অর রশিদ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক তারেক মনোয়ার বর্তমানে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নেতৃবৃন্দ তার উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।