
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও ক্রীড়াদলের মাঝে ক্রিকেট ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের উদ্যোগে এবং এডিপি’র অর্থায়নে বুধবার সকালে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে এলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এলজিইডি’র প্রকৌশলী শোভন সরকার, উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সখিপুর উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীয়মান ফুটবল তারকা গোলকিপার কাবিজুর রহমান কাবিজ প্রমুখ। এসময় উপজেলার প্রায় শতাধিক সংগঠনের নেতাকর্মী ও খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।