
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) এসআই (নিঃ) মোঃ লাঁলচাদ আলী অভিযান চালিয়ে দেবহাটার মাঘরী এলাকা থেকে ১২(বার) বোতল ফেনসিডিল সহ উত্তর পারুলিয়া গ্রামের আব্দুর রউফ গাজীর পুত্র মোঃ সেলিম গাজী(৩৮) কে আটক করে। এবং শনিবার (১০ ডিসেম্বর) এসআই(নিঃ) হাফিজুর রহমান এক অভিযানে দেবহাটা থানার মামলা নং-০২ তাং-০৮/১২/২২ এর আসামী দেবহাটা থানাধীন বহেরা এলাকা থেকে আনিছুর রহমান, তার পুত্র ও কন্যা মোঃ আবজাল হোসেন বাপ্পী (৩১) ও মোছাঃ ফতেমা খাতুন ওরফে মামনি (২৫) কে গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।