স্টাফ রিপোর্টার, দেবহাটা: নানা কর্মসূচির মধ্যদিয়ে দেবহটায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং অনুদানের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক উন্নয়ন মুলোক প্রতিষ্ঠানের প্রত্যেককে সাড়ে সতের হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।
দেবহাটায় নানা কর্মসূচিতে প্রতিবন্ধী দিবস পালন
পূর্ববর্তী পোস্ট