
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় আধুনিক ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।