আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত প্রার্থী এড. এসএম আলিফ হোসেন দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত জাপার এমপি প্রার্থী আলিফ হোসেন পারুলিয়া, কুলিয়া, নলতা ও দেবহাটার বিভিন্ন বাজার ও মহল্লায় গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জাপা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জাকারিযা, জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান, মো. নাজমুল হোসেন (লাল্টু)সহ উপজেলা ও ইউনিয়ন জাপার নেতৃবৃন্দ।
দেবহাটায় জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ
পূর্ববর্তী পোস্ট