
দেবহাটা প্রতিনিধি: “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৮অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক হাবিবা আফরিন তুলি, দেবহাটা হাইস্কুলের শিক্ষার্থী ঈশিতা দে প্রমুখ। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীরা ভূমিকা রেখে চলেছে। নারী ও শিশুদেরকে অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া শিশুরা কোন প্রকার অবহেলা বা নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহের শিকার হয়ে কোন শিশুর ভবিষত যাতে থমকে না যায় সেজন্য সজাগ থাকতে হবে। নারী এবং পুরুষ সবাই সমঅধিকার নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং নারীদেরকে যেন সে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় এবিষয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহŸান জানানো হয়।