লিটন ঘোষ বাপি : দেবহাটা উপজেলার পারুলিয়ায় গ্রামীণ ব্যাংকের পারুলিয়া শাখার অর্থায়নে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অসহায় সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পারুলিয়ায় গ্রামীণ ব্যাংকের পারুলিয়া শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মবঞ্চিত অসহায় ৮ জন সংগ্রামী সদস্যের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন গ্রামীণ ব্যাংকের খুলনা জোনের জোনাল ম্যানেজার ইমাজউদ্দীন ।
সদস্যদের প্রত্যেককে চাউল ৩৮ কেজি, ডাল ৪ কেজি, পেঁয়াজ ৪ কেজি, আলু ৮ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সাবান ৪ টা, লবণ ২ কেজি ও নগদ ৬০০ টাকা করে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার জয়নুল আবেদিন, কালীগঞ্জের এরিয়া ম্যানেজার দীপক কুমার দাশ, সাতক্ষীরা প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম প্রমুখ ।