
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় কিশোরীদের মাঝে নিরাপদ ন্যাপকিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ওয়াল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় দেবহাটা সরকারি বিবি এমপি ইনস্টিটিউশনের ১০০ জন কিশোরীদের মাঝে নিরাপদ ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এসময় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য জ্ঞান সম্পর্কে অবগত করা হয় এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ যেন সুন্দরভাবে হয় সে ব্যাপারে পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং বন্ধু-বান্ধবের সাথে খুব সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশে যেন বেড়ে ওঠে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন পাল, সহকারি শিক্ষিকা রাজিয়া সুলতানা, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিনা আক্তার, ট্রেনিং অ্যাড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, বিলকিস আরা চৌধুরী প্রমুখ।