আর্থিক সাহায্যের আবেদন
লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার উত্তর সখিপুর ঋষি পাড়ার অরুন চন্দ্র দাসের শিশু দীপ কুমার দাস (১ মাস)। সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার সমস্ত শরীর ঘা পাচড়ায় ভরা। শারীরিক অবস্থা দিন দিন অবনতি দিকে যাচ্ছে। উন্নত চিকিৎসা করার মত সমর্থ্য পরিবারের নেই। সুন্দর এই পৃথিবী ছেড়ে আদরের নিষ্পাপ শিশুটি চলে যাবে এই আতঙ্কে দিন গুনছে তার অসহায় পরিবার। দীপ কুমারের বাবা অরুন দাস জানিয়েছে, ইতোপূর্বে আমার এক ছেলে একই রোগে আক্রান্ত হয়ে ১ মাস ১৩ দিন বয়সে মারা যায়। আমি খুবই গরীব ও অসহায়। সাতক্ষীরায় বিভিন্ন ডাক্তার দেখিয়েছি কিন্তু তারা ঢাকাতে বড় ডাক্তারের নিকট চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আমি একজন দিন মজুরী। অতিকষ্টে কোন রকমে চলে সংসার। সামান্য আয়ে সংসার চালিয়ে সন্তানকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এ ব্যয়ভার আমার একার পক্ষে একেবারে অসম্ভব। আমার সন্তানকে বাঁচাতে সমাজের দয়ালু-দানবীর ও বিত্তবানদের কাছে বিনীত অনুরোধ আমার সন্তানের জন্য দোয়া ও প্রার্থনা সহ অতি দ্রুত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মহান ঈশ্বরের কৃপায় আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে ফিরিয়ে আসুক এই প্রার্থনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা- অরুন চন্দ্র দাস, মোবাইল: ০১৭৮১-১৫৯৩৫৬ নগদ।
দেবহাটায় এক মাসের শিশুকে বাঁচতে বাবার আকুতি
পূর্ববর্তী পোস্ট