
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩১ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা সমাজসেবা অধিপ্তরের অফিস সহকারী মঈনুল হোসেন, উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও তাদের অভিভাবকবৃন্দ।
সভায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের বিভিন্ন দিক আলোচনা করে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষন ও সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে সমাজের বিভিন্ন কল্যানে কাজে লাগানোর সুযোগ আছে। তাই সরকার যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে সমাজের কল্যানে কাজে লাগাতে হবে।