
দেবহাটা ব্যুরো:ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত ইছামতি নদীর তীরে সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দেবহাটা উপজেলার সদর ইউনিয়ন অবস্থিত। আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি তৃণমূলে দলমত নির্বিশেষে জনপ্রিয়তায় সৎ, যোগ্য, বিনয়ী, সদালিপি ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে সবার কাছে সুপরিচিত বর্তমানে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারু হক। তিনি দেবহাটার সনামধন্য শিক্ষক প্রয়াত আজগার আলীর জ্যৈষ্ঠ্য পুত্র ছাড়াও পারুলিয়াস্থ বীরমুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেনের জামাতা। তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন বাজার ঘাটে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময়, উঠান বৈঠাক, চাচক্র থেকে শুরু করে ইউনিয়নে বিয়ে, জন্মা, মৃত্যু, জানাযা, মিলাদ-মাহফিলসহ সকল সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সাবেক যুবনেতা আনোয়ারুল হক।
ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠাককালে কর্মী সমার্থকদের উদ্দেশ্যে আনোয়ারুল হক বলেন, আমি ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও আর্শিবাদ কামনা করছি। আগামী ইউপি নির্বাচনে জয়ী হলে বেকারত্ব দূরীকরণ, নাগরিক সুগোয-সুবিধা, সন্ত্রাশ, মাদক ও দূর্ণীতিমুক্ত একটি স্বচ্ছতা, জবাবদিহিতা মূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবেন।
সাতক্ষীরা জেলা হতে প্রায় ২৩ মিটার দক্ষিন পশ্চিমে ইতহাস ঐতিহ্যে ঘেরা গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত দেবহাটা উপজেলার ৫ নং সদর ইউনিয়ন দেবহাটা। ২৪টি গ্রামে মানুষের বসবাস এই ইউনিয়নে। ইউনিয়নটি উপজেলার সদর ইউনিয়ন। এখানে প্রশাসনিক সকল দপ্তর বিরাজমান। প্রতিদিন সমগ্র উপজেলার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে ইউনিয়নটি। এখানে দানবির ফনীভূষন দত্ত, বীর মুক্তিযোদ্ধা ৯ নং সেক্টর কমান্ডার প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্মৃতি বিজড়িত জন্মভূমি। বৃটিশ আমলে পৌরসভা টাউনশ্রীপুর সীমান্ত ঘেষে রুপসী ম্যানগ্রোভসহ অনেক জমিদার পরিবারের বসবাস ছিল। তারই নির্দের্শনা টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, ভাতশালা নীল কুঠির। বিশেষ উল্লেখযোগ্য তিনি বলেন, আমার লক্ষ্য হবে, যুব সমাজকে মডিভেশন করে আগামীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখব। ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে মডেল হিসেবে গড়ে তুলবো।