
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউপির ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট প্রকাশ্যে ঘোষনা করা হয়েছে। এ অর্থবছরে বাজেটের পরিমান নির্ধারন করা হয়েছে ২ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৪শত নিরানব্বই টাকা। ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০ টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট প্রকাশ্যে ঘোষনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। ইউপি সচিব মহাসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্যদের মধ্যে আজগার আলী, মাহবুবুল আলম বাবলু, আব্দুল জলিল, কামরুল ইসলাম, এবাদুল ইসলাম, হাবিবুর রহমান মাসুম, মোক্তার আলী, আরমান হোসেন, মহিলা সদস্যাদের মধ্যে সাবিনা ইয়াসমিন, বেগম রোকেয়া ও শাহনাজ পারভিন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এ সসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সুধীজন, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাম পুলিশগন সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।