
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৪/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আজম, এএসআই(নিঃ) আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন নওয়াপাড়া এলাকা হইতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ১. মোঃ মিলন গাজী(৪০), পিতা-মৃত বাসতুল্লাহ গাজী; ২. মোঃ সামাদ গাজী(৩৮), পিতা-মৃত ইনতাজ গাজী;-উভয় সাং- নোওয়াপাড়া, ৩. মোঃ মিরাজ ইসলাম ওরফে মিয়ারাজ (২৯), পিতা-মোঃ আদর আলী সরদার; ৪. মোঃ মামুন গাজী(২৫), পিতা-মোঃ সাজ্জাদ গাজী; ৫. মোঃ আসাদুল সরদার(২৮), পিতা-মোঃ আশরাফ সরদার; ৬. মোঃ আব্দুল্লাহ গাজী(২৭), পিতা-আব্দুল মালেক গাজী, উভয় সাং- দক্ষিন নাংলা, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ইং- ২৫/০৯/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।