স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার কুলিয়ায় “হাসিমুখ” সেঞ্চুরি সাতক্ষীরার উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। ৩০মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় কুলিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “হাসিমুখ” সেঞ্চুরি সাতক্ষীরা পরিচালক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমদ স্বপনের সার্বিক ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, দেবহাটা রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সাধারন সম্পাদক আবীর হোসেন লিয়ন, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান, সহকারী শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, রিজিয়া খাতুন, বিষ্ণুপদ পাল, রুমানা পারভীন ও শাহিনুর রহমান প্রমুখ।