
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে মাসিক সাধারন সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, জনস্বাস্থ্য কর্মকর্তা জুয়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ প্রমুখ।