
কালিগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্র ও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াল কালিগঞ্জ থানা পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঘরে খাবার পৌছে দেওয়ার লক্ষে বুধবার বেলা ১২টার সময় কালিগঞ্জ থানা চত্তরে উপজেলার বিভিন্ন প্রান্তের ২৭ জন অসহায় হত দরিদ্র কর্মহীন মানুষদের পরিবারে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণ , ১টি ডেটল সাবান দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী অসহায়দের হাতে তুলেদেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের জামিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত আজিজুর রহমান, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, সালাউদ্দিন, অনুপ দাশ, আসমত হোসেন, গোবিন্দ আর্কষণ, চিন্ময় সরকার, সহকারি উপ-পরিদর্শক রুপক সাহা, জিল্লুর রহমান, মাহমুদ, জামাল, ডি,এস, বির নাজমুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।