নিজস্ব প্রতিবেদক:
সদরের থানাঘাটাতে হোমকোয়ারেন্টাইন মানছেনা একটি পরিবার। সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ী থেকে স্থানীয় কালাম দর্জির ছেলে ও মেয়ে সাতক্ষীরাতে ফিরেছে। চৌকিদার বাড়িটি লকডাউন করেলেও তারা লকডাউন মানছে না। স্থানীয় লোকজন ও চৌকিদার তাদেরকে বাড়ি থাকার পরামর্শ দিলে তাদের আত্মীয়-স্বজন সহ দশ বারোজন লাঠিসোটা নিয়ে চৌকিদার ও স্থানীয়দের মারধোর করতে আসে।
সম্পর্কিত খবর
- নারায়নগঞ্জ ফেরৎ ২জন্ তালাবদ্ধ, এলাকায় আতঙ্ক
- করোনায় দেশে আরও সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৯
- সাতক্ষীরায় পশুপাখির খাদ্যের সঙ্গে ছিল ১১৬ বস্তা সরকারি চাউল
- চেয়ারম্যান হারুন ও ৯ গ্রামপুলিশের ওপর হামলা, এ দায় মোস্তাকিমের
এলাকার মধ্যে বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। তাই যাতে কলাম দর্জির পরিবার হোমকোয়ারেন্টাইনে থাকে সে বিষয়ে স্থানীয়রা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।