
বিশেষ প্রতিবেদক,তালা: তালায় স্বেচ্ছাসেবী সংগঠন দলিতের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রাণী সম্পদের হলরুমে সভাপতিত্ব করেন দলিতের বাবু নিতাই চন্দ্র দাস। রবিবার সকাল ১০টায় সাংবাদিকদের দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো অনুলাস- ইটালী’র সহযোগিতায় প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল জব্বার সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অডিট ম্যানেজার বাবু উত্তম দাস, টিপসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তরিকুল ইসলাম,টিপসি প্রকল্পের কৃষ্ণ দাস সহ সাংবাদিক প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।