
আকবর হোসেন,তালা: “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর) ২০২০-২০২১ আর্থিক বৎসরে, মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতে, ১২টি প্রতিষ্ঠানে সর্বমোট ৪শত৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলীর সার্বিক ব্যবস্থাপনায়, মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, জেলা বৈঞ্জানিক কর্মকর্তা মোঃ আজহারুল হক, তালা প্রানি সম্পদ অফিসার সনজয় বিশ্বাস, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দারসহ মাছ নিতে আসা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালা উপজেলা পুকুরসহ সর্বমোট ১২টি প্রতিষ্ঠানে ৪৫৫ কেজি মাছ প্রদান করা হয়।