
আকবর হোসেন, তালা থেকে: সাতক্ষীরা তালায় কবি সরদার মমিনুল ইসলাম ফাউন্ডেশন এবং মমিনুল ইসলাম লাইব্রেরী পক্ষথেকে তালা শাহাপুর নিজ কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে ৷
শুক্রবার বিকালে কবি সরদার মমিনুল ইসলাম ফাউন্ডেশন এর পরিচালক কবি সরদার মমিনুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ শাহজাহান কবির। তালা খলিলনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান তিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাতক্ষীরা বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রাহাতুল আশেকীন। তালা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সুলতান আহমদ, আগোড়ঝাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্বাস বিশ্বাস, সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক পাড় শহিদুল ইসলাম, তালা ফাযিল মাদ্রাসার সহকারী অথ্যাপক সুলতান আহমেদসহ শীতবস্ত্র নিতে আসা ২শাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সর্বমোট ২শতাধিক কম্বল বিতরন করা হয়েছে। উল্লেখ্য যে, কবি মমিনুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা কালীন সময়ে মার্চ হতে ডিসেম্বর পর্যন্ত নিজের ১০শতক জমি বিক্রি করে ১৭ লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তৈল, লবন, ডাউল, তরকারীসহ নগদ অর্থ বিতরন করা হয়েছে। কবি মমিনুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২৫ বৎসর যাবৎ তিনি আর্তমানবতায় সেবার কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২শত কম্বল বিতরন করা হয়।