
তালা প্রতিবেদক: বীমার টাকা ফেরত চাইতে গেলে গ্রাহককে বেদড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে প্রতারক ইউসুফের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামে। এদিকে ভুক্তভোগী গ্রাহক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, তালা উপজেলার আটারই গ্রামের মমিন জোয়াদ্দারের পুত্র রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডিসি পরিচয়দানকারী প্রতারক ইউসুফ জোয়াদ্দার এলাকার সাধারণ মানুষদের কাছ হতে বীমা করে দেওয়ার নাম করে কয়েক লক্ষাধিক টাকা আত্নসাৎ করেছেন। এছাড়া উক্ত বীমার টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগী গ্রাহকদের হুমকি দামকি সহ মারপিট করেন প্রতারক ইউসুফ। সম্প্রতি উপজেলার হাজরাকাটি গ্রামের নজরুল গাজীর স্ত্রী জুলেখা বেগম তার পাওনা টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারপিট করেন প্রতারক ইউসুফ। ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, প্রতারক ইউসুফ প্রায় ৩ বছর আগে আমার কাছ হতে বীমার করে দেওয়ার নাম করে ৩০হাজার টাকা হাতিয়ে নেন। আমি প্রায়ই বীমার টাকা বা বীমার রশিদ চাইলে বিভিন্ন প্রকারের টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ১২ই জানুয়ারী মঙ্গলবার প্রতারক ইউসুফের বাড়িতে গিয়ে আমার গচ্ছিত ৩০ হাজার টাকা ফেরত চাইলে আকস্মিক মারপিট শুরু করে। উক্ত সময় আমার সঙ্গে থাকা ছোট দেবরের বৌ ঠেকাতে আসলে তাকেও মরপিট করে। এবং ছোট দেবরের বৌ এর গচ্ছিত ৭ হাজার ৫০০ টাকা ফেরত চাইলে হুমকি ধামকি প্রদান করে বাড়ি হতে বাহির করে দেন প্রতারক ইউসুফ। আমি বর্তমান তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছি। আমি আমার টাকা ফেরতসহ সুবিচার কামনা করছি। এ অভিযোগের বিষয়ে প্রতারক ইউসুফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারপিটের বিষয়ে আমি কিছু জানি না তবে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতহাতি করেছেন মহিলারা। বীমার টাকা আত্নসাৎ এর বিষয়ে কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।