
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬৫) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালের দিকে কৃষ্ণকাটী গ্রামের সরদারপাড়া এলাকার একটি পুকুর থেকে পরিচয়হীন এই বৃদ্ধর লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু।
এলাকাবাসী জানান,এই অজ্ঞাত বৃদ্ধ বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতো। তাকে কেউ চিনতো না। সে কারও সাথে কথাও বলতো না। বৃদ্ধ লোকটি হয়ত পুকুর গোসল করতে নেমেছিল সেখানে স্ট্রোক বা মৃর্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীর মর্গে প্রেরণ করা হয়েছে।