
মোঃ আকবর হোসেন, তালা: তালায় বুধবার (১১মার্চ) বিকালে স্থানীয়দের মাধ্যমে তালা আলাদীপুর গ্রামে উত্তর পাড়া নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তালা থানা পুলিশ।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, মসজিদে মুসুল্লীরা বুধবার আছরের নামাজ পড়তে গিয়ে পুকুরের মধ্যে নবজাতকের মরদেহটি মাছে টানাটানি করতে থাকে । এ সময় নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। নবজাতকটির মরদেহ বর্তমানে তালা জাতপুর ক্যাম্পে আছে।
স্থানীয় তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, নবজাতকের বয়স ৩দিনের মতো হতে পারে তবে তার গলায় ক্ষত চিহƒ আছে। নবজাতকটি একটি কন্যা শিশু।