
তালা ব্যুরো: সাতক্ষীরা জেলার তালা বাজারে মীরা চশমা অ্যান্ড ইলেকট্রনিকস ও শ্যামলী কসমেটিকস্ নামের দুটি দোকানের সাঁর্টার কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এই চুরি সংঘটিত হয়।
দোকানদারদের অভিযোগ, চোরেরা দোকানের সাঁর্টার কেটে দুই দোকান থেকে নগদ টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
চুরির শিকার হওয়া শ্যামলী কসমেটিকস এর মালিক অমল দত্ত বলেন, রোববার রাতে আমি দোকানের ভিতর ৪৭ হাজার নগদ টাকা রেখে বাড়ি চলে যাই। সোমবার সকালে এসে দেখি দোকানের এক পাশের একটি সাঁর্টার ভাঙ্গা। দোকান খুলে দেখি রেখে যাওয়া টাকা সহ প্রায় ৬০ হাজার টাকার মালা মাল চুরি হয়েছে।
মীরা চশমা এÐ ইলেকট্রনিকসের দোকানদার শেখ মনিরুল ইসলাম বলেন, আমার দোকানে সি সি টিভি ক্যামেরা আছে। এই ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় যে ভোর পৌনে ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁর্টার ভেঙ্গে চোরেরা দোকানের ভিতর প্রবেশ করে। এ সময় চোরেরা তার দোকানে থাকা ১ লাখ ৫০ হাজার নগদ টাকা সহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। তদন্ত করে চোরদের সনাক্ত করে অতি দ্রæত আইনের আওতায় আনা হবে।