
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা জামায়েত ইসলামের শীর্ষ নেতা ও বহু অপকর্মের হোতা আছাদুলের নেতৃত্বে প্রতিপক্ষ আলিমকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আব্দুল আলিম মারাতœক ভাবে আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার(৩০ মে) সকাল আনুমানিক ৭ টার দিকে তালার আগোলঝাড়া গ্রামে ঘের সংক্রান্ত বিরোধ ও ইউপি নির্বাচনে ভোট করাকে কেন্দ্র করে উপজেলা জামায়েতের শীর্ষ নেতা ও বহু অপকর্মের হোতা আছাদ সহ ১৫-২০ জন একত্রিত হয়ে আলিমকে দা দিয়ে মাথায় কোপ ও শাবল,বাঁশ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এর আগে গতরাতে এলাকার জামায়েত নেতা আছাদুল সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে নুর আলী মোড়লের ছেলে আলিমকে মারার জন্য খোঁজাখুজি করেন। তৎক্ষণাত গ্রামবাসি প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। আহত আব্দুল আলিম জানান, তালার আগোলঝাড়া গ্রামের দধিসরা বিলের ঘেরের ডিট নেওয়া কেন্দ্র করে ও সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট করাকে কেন্দ্র করে প্রথমে সন্ত্রাসী বাহিনা দ্বার খোঁজাখুজি ও পরে সকালে একা পেয়ে দা দিয়ে মাথায় ফাটিয়ে দিন জামায়েত নেতা আছাদুর মোড়ল। পরে জামায়েত নেতা আছাদুল মোড়ল আমাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা প্রদান করলে পুলিশ প্রশাসন এসে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। সে এর আগেও বহু অপকর্মের সাথে জড়িত রয়েছেন। এলাকায় এক প্রকার সন্ত্রাসী বাহিনী তৈরী করে ত্রাস সৃষ্টি করে চলেছেন আছাদুর মোড়ল। ঘটনার বিষয়ে আছাদুর মোড়ল অস্বীকার করে বলেন,আমাকে আব্দুল আলিম মারপিট করেছে। এবং আমার স্ত্রীকেও সে মারপিট করেছে।আমরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ঘের সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। দু,পক্ষয় থানায় আভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।