বিশেষ প্রতিবেদক,তালা: তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য ও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আ: রশিদ সরদার(৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।( ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আ: রশিদ সরদার দীর্ঘ দিন যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। যোহরবাদ তালা শিবপুর(মাঝিয়ারা) তার নিজ গ্রামে স্বাস্থ্য বিধি মেনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে আ:রশিদের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা উপজেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন, জাপানেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এড. জিল্লুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, এস.এম. জাহাঙ্গীর হাসান, শেখ হাবিবুর রহমান,শেখ জলিল আহমেদ, জেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, জাতীয় মহিলা পাটির কাজী রেহেনা আক্তারসহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।