
নজরুল ইসলাম:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০ তালায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার বেলা ১২টার সময় তালা উপজেলা পরিষদ পুকুর সহ দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শুভ্রাংশ শেখর দাস, উপজেলা মৎস্য সম্প্রসারন অফিসার সত্যজিৎ সানা, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান ও মৎস্য অফিসের ক্ষেত্র সহাকরী রমিজ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ¯িœগ্ধা খাঁ বাবলী জানান, করোনা প্রাদূর্ভাবের কারনে স্বাস্থ্য বিধি নিশ্চিত করে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ¯েøাগানকে সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই) পালিত হচ্ছে।
তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ’র প্রথম দিনে তালায় মাইকিং ও ফেস্টুন এর মাধ্যমে ব্যপক প্রচার-প্ররোচনা চালানো হয়। দ্বিতীয় দিন বুধবার মৎস্য সক্টেরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন এবং তৃতীয় দিনে আজ (বৃহস্পতিবার) উপজেলার দুটি পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয় এবং মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধি অভিযান চালানো হয়।