আকবর হোসেন: সাতক্ষীরার তালায় জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের ও প্লাবিত এলাকার গরীব ও দুঃস্থ্যদের মাঝে আনুলিয়া শাখায় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার(০৬ জুন) কয়রা আনুলিয়া শাখায়, ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৩শত গরীব ও দুঃস্থ্যদের প্রত্যেককের মাঝে ০৫ কেজি চাউল, ০৫ কেজি চিড়া, ০২ কেজি গুড়, ০৫ কেজি আলু, ০১ কেজি ডাউল, ০১ কেজি তৈল, সাবান ২টি,লবন ৫শ গ্রাম এবং ১০ প্যাকেট খাবার স্যালাইন বিতরন করা হয়েছে।
ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাগরনী চক্রের নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ, পরিচালক মোঃ আজিজুল হক, উপ-পরিচালক কৃষ্ণপদ সরকার, সাতক্ষীরা জেলা জোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের, কয়রা সদর চেয়ারম্যান হুমায়ুন কবির, কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমান, কয়রা কপোতাক্ষ কলেজের উপধ্যক্ষ আব্দুল মালেন, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, তালা শাখার ম্যানেজার মোঃ আজাদুর রহমান, আনুলিয়া শাখা ম্যানেজার মোজাফ্ফ হোসেন,সাতপাকিয়া ম্যানেজার বাবুলাল মন্ডল, জেঠুয়া ম্যানেজার মিজানুর রহমান, শোভাশুনি ম্যানেজার এনামুল হক, পাটকেল ঘাটা ম্যানেজার খলিলুর রহমান প্রমুখ।
জাগরনী চক্র ফাউন্ডেশন আম্পানে ক্ষতিগ্রস্থ মোট ২২শত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করবে বলে জানিয়েছেন তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের।