
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে তালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে অফিস চত্বরে এই চারা বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে চারা বিতরণ করেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন। চারা বিতরনকালে উপস্থিত ছিলেন ২৬ আনসার ব্যাটালিয়নের সিএ কোম্পানী কমান্ডার মোঃ মিয়াজান আলী, আনসার ভিডিপি প্রশিক্ষক অনন্ত মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, উপজেলা কোম্পানী কমান্ডার প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালা উপজেলায় ৪২৮ টি বনজ, ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলার প্রতিটি গ্রামে কমপক্ষে ২ টি করে চারা রোপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।