নিজস্ব প্রতিবেদক, তালা: তালা উপজেলার খেশরা ইউনিয়নে সরকার প্রদত্ত ঈদুল আজহা ও করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকার প্রদত্ত ১৩৪৯ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৭০০ জন শ্রমিকের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু, সহকারি ট্যাগ অফিসার প্রচ্যুত কুমার, ইউপি সচিব মোঃ আতিয়ার রহমান সহ সকল ইউপি সদস্যরা।
এদিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নে সরকার প্রদত্ত ঈদুল আজহা ও করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সরকার প্রদত্ত ১০৫২ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৭০০ জন শ্রমিকের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, ট্যাগ অফিসার শৃভ্রাংশু শেখর দাশ, ইউপি সচিব অসীম কুমার ঘোষ সহ ইউপি সদস্যবৃন্দ।