
কিশোর কুমার: সরকার বিরোধী প্রচারনাসহ দলীয় শৃংখলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার তালায় যুবলীগ নেতা ইউপি সদস্য মলমপার্টির গডফাদার সবুজ সরদারকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য যুবলীগের কেন্দ্রিয় কমিটির কাছে সুপারিশ করা হয়। সবুজ সরদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। খলিষখালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ সরদার গনেশপুর গ্রামের মোজহার সরদারের ছেলে। সে আন্ত:জেলা মলমপার্টির গডফাদার। স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি খলিষখালী বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি এবং দুই মন ধানে এক কেজি ইলিশ মাছ কিনতে হচ্ছে এই সময়ে এমন ভিডিও ধারন করে ভাইরাল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সবুজ সরদারের বিরেুদ্ধে। শনিবার সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ এর উপস্থিতিতে এমন ভিডিও করে নিজের ফেসবুকে প্রচার করেছেন যুবলীগ নেতা ইউপি সদস্য সবুজ সরদার। মূহুর্তে তা ভাইরাল হয়ে যায়। মলমপার্টির গডফাদার লক্ষাধিক টাকার বিনিয়োগ করে খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হয়েছেন এমন অভিযোগ তৃনমূল নেতাকর্মীদের। সবুজ সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চেতনা ঔষধ লাগিয়ে গরু ব্যবসায়ীসহ সাধারন মানুষের কাছ থেকে নগত অর্থ হাতিয়ে নেয়ার সময় জনতার হাতে আটক হয়ে গনধোলাইসহ অর্ধডজন মামলা রয়েছে। তার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে মলমপাটির অর্ধশত সদস্য রয়েছে। সে একাধিকবার পুলিশ ও র্যাবের হাতে আটক হয়। বিষয়টি নিয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরা(তালা-কলারোয়া)-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো:রফিকুল ইসলামের দৃষ্টিতে আসলে তিনি জানান, তালা উপজেলা যুবলীগ সবুজ সরদারকে অব্যাহতি দিয়েছে একই সাথে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।