
কিশোর কুমারঃ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে রেখে তালার খলিষখালীতে ভিজিডি কার্ডের চাল বিতরন করা হয়েছে। বুধবার (২২জানুয়ারি) বেলা ২টার সময় ২০২জন কার্ড ধারীর মাঝে মাথাপিছু ৩০কেজি চাল প্রদান করা হয়।এসময় সেখানে উপস্থিত ছিলেন,
ইউ পি সদস্য সবুুুর সরদার, ওসমান শেখ, উত্তম কুুুুমার দে, ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজসেবা অফিসার মঞ্জুরুল ইসলাম যুবলীগ নেতা নারায়ন হোড় প্রমূথ।