বিশেষ প্রতিবেদক, তালা: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার খলিলনগর ইউনিয়েনের ৩নং (গোনালী- হরিশচন্দ্রকার্টি) ওয়ার্ড এর জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় খলিলনগরের গোনালী টেকনিক্যাল কলেজ মাঠে যৌথ সাংগঠনিক সভায় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. হায়দার আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। তালা সদর ইউনিয়ন যুব সংহতি সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি ও খলিলনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন,যুব সংহতি নেতা মো. বাহারুল ইসলাম মোড়ল, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা শাখার সাংগঠিন সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজ নেতা ফয়সাল শেখ প্রমুখ। সভায়, এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে বিজয়ী করতে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটির পূর্ণগঠনের অংশ হিসেবে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এসময় (গোনালী- হরিশচন্দ্রকার্টি) ওয়ার্ড জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট, জাতীয় যুব সংহতির ২১ সদস্য বিশিষ্ট, জাতীয় কৃষক পার্টি, জাতীয় তরুণ পার্টি ও জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড কমিটি পুন:গঠন করা হয়।
তালার খলিলনগরে গোনালী -হরিশচন্দ্রকাটি ওয়ার্ডের সাংগঠনিক সভা
পূর্ববর্তী পোস্ট