আকবর হোসেন: সাতক্ষীরার তালায় সিঁদ কেটে বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাড়ির মালিক কার্ত্তিক দেবনাথ (৬৫) কে উপর্যুপরী কুপিয়ে মারাতœক আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে সে তালা হাসপাতালে ভর্তি আছে। কার্ত্তিক জালালপুর ইউনিয়নে কানাইদিয়ার গ্রামের মৃত কুঞ্জ বিহারী দেবনাথের ছেলে।
আহতের পারিবারিক সূত্র জানায়, কার্ত্তিক প্রতি রাতের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে স্বস্ত্রীক ঘুমিয়ে ছিলেনর। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বসত ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢোকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘুমন্ত অবস্থায় কার্ত্তিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত কওে ও লাঠিপেটা করতে থাকে। এ সময় তার আত্মচিৎকারে পাশে ঘুমিয়ে থাকা স্ত্রীর ঘুম থেকে জেগে ঐ অবস্থা দেখে চিৎকার শুরু করেন। তাদের আতœচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা একই পথে পালিয়ে যায়।
এরপর গুরুতর অবস্থায় কার্ত্তিক দেবনাথকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হাসপাতালে আনা হয়।
ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে কুপিয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৯ সালে তার উপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তাকে হাসপাতালে দেখতে যান তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় উপস্থিত ছিলেন তালা হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রাজিব সরদার।
এ ব্যাপারে জালালপুর ইউপির স্থানীয় ২ নং ওয়ার্ড সদস্য কালিদাশ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। তার ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জঘন্য এ ঘটনাটি ঘটে থাকতে পারে।
তালা থানা ডিউটি অফিসার এস আই জামিরুল জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ হলে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।