
আকবর হোসেন, তালা থেকে:
সাতক্ষীরা তালা আলাদিপুরে প্রতিপক্ষের হামলায় অসহায় বিধবা নারীর বসত বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে, এতে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়৷ ভুক্তভোগী, তালা উপজেলা সদরের জাতপুর আলাদিপুর গ্রামের মৃত জরিপ শেখের মেয়ে রাশিদা (৫০)৷ এতে বাঁধা দেয়ায় বিধবা নারীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে
অভিযোগে আরো জানাযায়, তালা উপজেলা সদরের জাতপুর আলাদিপুর গ্রামের মৃত জরিপ শেখের মেয়ে রাশিদা (৫০) পৈত্রিক সুত্রে আলাদিপুর মৌজার বুজারত খতিয়ান – ৫২৬, ডি.পি খতিয়ান -১১৪, সাবেক দাগ – ৬০০, হাল দাগ- ৭৭৮, এরিয়া – ১৫ শতকের মধ্যে ০৯ শতক জমি নিয়ে নিরাপদে ভোগ-দখল করে আসছেন।
এ বিষয়ে তালা সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান আছে। চলমান মামলাকে উপেক্ষা করে, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরমনগর গ্রামের মৃত সালাম হালদারের ছেলে শাহাদাৎ হালদার (৪০), মৃত ফজর মোল্যার ছেলে আবু সাঈদ মোল্যা (৩৫), সকাল ৯ টার দিকে উক্ত ঘর বাড়ী ভাঙচুর করে ৷ জাতপুর ক্যাম্পের আইসি এস আই মাছুম বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।