নবকুমার দে, তালা: তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শিল্পী আক্তার (২৩) নামে এক তালাকপ্রাপ্ত নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই শিল্পী আক্তার (২৩) গভীর রাতে মারা যায়। মৃত্যুকালে মারজিয়া ইসলাম (৫) নামে এক কন্যা সন্তান রেখে যান। সরেজমিনে গিয়ে শিল্পী আক্তারের মা ফরিদা বেগম (৪৫) ও চাচা হায়দার আলী (৪৮) এর সাথে কথা বলে জানা যায়, মেয়ে রাতে ঘুমিয়ে ছিল স্টোক করে মারা যায়। চাচা হায়দার আলী (৪৮) বলেন, সকালে দেখি শিল্পী ঘরে মৃত অবস্থায় শুয়ে আছে, সে সময় দেখি গলায় একটি দাগ ও পেছনের দিকে ঘাড়ের উপরে জখমের দাগ। এলাকাবাসী জানান, শিল্পীর পিতা ১২ বছর বিদেশ থাকে। মেয়েকে সাত বছর আগে ঝিকরগাছায় বিয়ে দিয়ে দেয়। বিবাহের দুই বছর পর জামাতাকেও বিদেশ পাঠিয়ে দেয়। গত বছর মেয়েকে ওই জামাইয়ের কাছ থেকে ডিভোর্স করিয়ে নেয় শিল্পীর চাচা ও মা। ওই পরিবারে শিল্পী আক্তারের মা ফরিদা বেগম, চাচা হায়দার আলী ও পাঁচ বছরের মেয়ে তাশা বসবাস করে। এলাকাবাসীর ধারণা মায়ের সাথে চাচার অবৈধ সম্পর্ক সেহেতু মেয়ে জানাজানীর পর ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসী এই হত্যার বিচার চাই। তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিমের কাছে এলাকাবাসী একটি লাশ ময়না তদন্তের আবেদন করলে তিনি বলেন, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে সেহেতু আমাদের কিছু করার নেই। যদি পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করে তখন আইনি প্রক্রিয়ায় চেষ্টা করা যেতে পারে।
তালার আটারই শিল্পী হত্যার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট