নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার মাগুরা ক্ষৈত্রপাড়ায় শায়িত ৪ বীর মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত ও পুস্পমাল্য অর্পন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাজার জিয়ারত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মরদার মশিয়ার রহমান মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপ্পি, উপজেলা মুক্তিযেদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুল ইসলাম লিটু অধাক্ষ এনামুল হক বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, অধ্যাক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ইউপি সদস্য শেখ ময়নুল ইসলাম মাগুরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সরকার নিহার রজ্ঞন একরামুল মহলদার ও প্রদিপ বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম। উল্লেখ্য: ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহিনীর হাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আদ্বুল আজিজ, সুশীল আবুবক্কার ও শহীদ আবুল হোমেন। তৎকালীন সময়ে তাদের মাগুরায় ক্ষৈত্রপাড়ায় কবরস্থ করা হয়।
তালায় ৪ মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত
পূর্ববর্তী পোস্ট