তালা অফিস থেকে নজরুল ইসলাম: শিক্ষক কলিম উদ্দীনের নামে মিথ্যা মামলা রেকর্ড করায় সাতক্ষীরা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক সুজাতা আমিন শিক্ষকের জামিন শুনানী শেষে জামিন মজ্ঞুর করেন। গতকাল শিক্ষকের পক্ষে বিজ্ঞ এ্যাডঃ বাশারত উল্ল্যাহ আওরঙ্গী বাবলা, এ্যাডঃ মো. আশরাফুজ্জামান জামিন শুনানী করেন। ঊভয় পক্ষের শুনানী অন্তে বিজ্ঞ আদালত এক হাজার টাকা বেল্ডবন্ডে শিক্ষকের জামিন প্রার্থনা মজ্ঞুর করেছেন। স্কুলে দায়িত্ব পালন কালে ঘটনার সময় উল্লেখ করে মামলা দায়ের হয় তদন্ত ছাড়াই তালাথানা মামলা রেকর্ড করায় তারাউপজেলায় নিন্দার ঝড় ওঠে।
তালায় শিক্ষক কলিম উদ্দীনের জামিন মজ্ঞুর
পূর্ববর্তী পোস্ট