তালা অফিস: তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ’এর আয়োজনে ও দাতা সংস্থা মিজেরিওর সহযোগিতায় প্রোমোটিং রাইটস্ অফ দলিত ইন বাংলাদেশ (পিআরডিবি) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ হাসপাতাল সভাকক্ষে পরিচিতি সভায় পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল। পরিত্রাণ এনজিরও প্রজেক্ট ম্যানেজার রবিউল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি দাশ, যুব উন্নয়ন অফিসার আশুতোষ বিশ্বাস, আইসিটি অফিসার মো. রেজাউল করিম, খলিলনগর ইউপি চেয়ারম্যান(প্যানেল) বিকাশ মণ্ডল, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান(প্যানেল) মোহাম্মদ আলী, তালা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক এম এ মান্নান, বাংলাদেশ দলিত পরিষদের শেখর দাস, ভুমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, পরিত্রাণ কর্মকর্তা মো.আলাউদ্দিন, মুক্তি ঘোষ, মনজিলা খাতুন প্রমুখ। সভায় জানানো হয়, জাতীগত বৈষম্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা রক্ষা, প্রচারের মাধ্যমে দলিতদের মানবাধিকার এবং মর্যাদা বৃদ্ধিতে তালা উপজেলার ৬টি ইউনিয়নে প্রত্যক্ষ ১ হাজার ৭জন এবং পরোক্ষ ৪ হাজার ৫শ৩২জন ব্যক্তি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।