
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল তেঁতুলিয়া ০১ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাবল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সি.যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেন, সাধারন সম্পাদক ময়েজ উদ্দীন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন তেরছি কাজীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মোহাম্মদ আব্দুল্লাহ। প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দোয়া মাহফিলে সাবেক প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

