
বিশেষ প্রতিবেদক, তালা: আসন্ন জাতীয় সংসদ ও উপজেলা পরিষদকে সামনে রেখে তালায় জালালপুর ইউনিয়নের ৭নং (শ্রীমন্তকাটি- আমড়াডাংগা) ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪ টায় শ্রীমন্তকাটি পুরাতন বাজার চত্বরে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভায় সভাপতিত্বে ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন মোড়ল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক মো. রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জাপার সভাপতি মো. হাসেম আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ডা. রনজিৎ চৌধুরী, জাপানেতা মো. নুরুল ইসলাম গোলদার, মো. অদুত সরদার, মো. আব্দুল গফুর শেখ, মো. গোলাম রসুল খান, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন, জাতীয় যুব সংহতির ইউনিয়ন সভাপতি মো. আব্দুল হালিম সরদার, সাধারন সম্পাদক মো. শফিয়ার রহমান, ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেন শেখ, সাধারন সম্পাদক মো. আসাদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. তুহিন মোড়ল, জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মো. তামিম মোড়ল, সাধারন সম্পাদক মো. সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর মোড়ল। সভায় জাতীয় পার্টির এমপি প্রার্থী সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ওয়ার্ড কমিটি পুন: গঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে।