
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে “তালা ঘোষ ডেয়ারীকে” ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার(১৮ ই ফেব্রæয়ারী) তালা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে তালা ঘোষ ডেয়ারী নামক মিষ্টির দোকানে মিষ্টির সাথে রং ব্যবহার ও ওজনে কম দেওয়াসহ খাবার খোলা জায়গায় রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া শারমিন।
এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক নাজমুল হাসান, তালা উপজেলা স্যনিটারী ইন্সেপেক্টর শরীফ মো: আব্দুল মতিন, তালা উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মনিরুরজ্জামান মনিরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।