
নজরুল ইসলাম, তালা: তালায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ইসলামী সাংষ্কৃতি ফাউন্ডেশনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইসলামী সাংষ্কৃতি ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম হযরত মাওলানা মুহা. তাওহিদুর রহমানের সার্বিক তত্বাবধানে ও সাধারন সম্পাদক সাংবাদিক আকবর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোহবান। সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় (ক) বিভাগে প্রথম স্থান অধিকার করেন মো. সামিউল ইসলাম (তেঁতুলিয়া), দ্বিতীয় এসএম আলামিন হোসেন (তালা), তৃতীয় মো. মারশাফী হোসেন (জেঠুয়া)। কোরআন তেলওয়াত (খ) বিভাগ মো. রাকিব হাসান (কুমিরা), দ্বিতীয় মো. আব্দুল্ল্যাহ আল মামুন (জেঠুয়া), যৌথভাবে তৃতীয় মো. হাসান আল বান্না (মদনপুর) ও মো. আবু রায়হান হাতবাস (তেঁতুলিয়া)। হামদ নাত (ক) বিভাগ প্রথম স্থান অধিকার করেন মো. আরিশা বিল্ল্যাহ (তালা), দ্বিতীয় স্থান মো. হাসানুর রহমান (জারালপুর), তৃতীয়স্থান মো. মোস্তাকিম বিল্ল্যাহ (তালা)। হামদ নাত (খ) গ্রুপ প্রথম স্থান অধিকার করেন তৈয়াবা তাবাচ্ছুম ওহি তালা, দ্বিতীয় স্থান জারিন রাফা তালা, তৃতীয় স্থান মো. আরিফিন ইসলাম কেশা কুমিরা। বিজয়ী প্রতিযোগিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।