
আকবর হোসেন, তালা:
সাতক্ষীরা তালা উপজেলায় ১১জুলাই শনিবার একজন স্বাস্থ্যকর্মী ও একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তালায় উপজেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন।
তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার বলেন, তালায় শনিবার ২জনের করোনা রির্পোট পজেটিভ এসেছে। তালা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন (৫৮) এবং সিনিয়র সাংবাদিক গাজী সুলতান উদ্দিন (৫৪) এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। গত ৮জুলাই তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদালয়ে পাঠানো হয়েছিলো। আজ তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।
এ বিষয়ে নার্স নাছিমা আক্তার বলেন, আমার স্বামী সাংবাদিক গাজী সুলতান উদ্দিনের করোনার উপসর্গ দেখা দেওয়ায় ৭দিন আগে তাকে বাড়িতে আইসোলেশানে রেখেছি। বর্তমানে তিনি ভাল আছেন। আমিও ৬জুলাই নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এই নিয়ে তালা উপজেলায় মোট করোনা পজেটিভ ৪৫জন। এরমধ্যে পুরুষ ৩৫জন এবং মহিলা ১০জন। সুস্থ হয়েছেন ৫জন।