তালা প্রতিনিধি: তালায় প্রস্তাবিত উপসচিব পদে কোটা অবসান সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় তালা প্রেসক্লাবে সামনে জনপ্রশাসন সংস্কার কমিশন কতৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান, উপ সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন তালা সরকারী কলেজ ইউনিট, আন্ত বৈষম্য নিরসন পরিষদ ডিএই,ডিএলএস, ডফ) তালা, বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার পক্ষ থেকে পৃথক তিনটি ব্যানারে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি, উপসচিব পদে সকল কোটার অবসান,জনবান্ধব সিভিল সার্ভিস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে উল্লেখিত দাবির উত্থাপন করে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম,তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ, সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার, তালা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন প্রমূখ। বক্তরা উল্লেখিত দাবি সমূহ বিবেচনার জন্য সরকারের প্রতি আহব্বান জানান।
তালায় উপসচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট