
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় উপজেলা পরিষদ ও সুশীল সমাজের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০ জুন) উপজেলা পরিষদ হলরুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক , তালা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মফিদুল হক লিটু, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু সরুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা,পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন আলী সরদার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠন মীর্জা সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল ইসলাম রবি বক্তব্য রাখেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা,কর্মচারী, সামাজিক, সংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।