নজরুল ইসলাম, তালা: আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম গনসংযোগ অব্যাহত ও দলীয় কর্মীদের সাথে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন। গতকাল তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম তালা উপজেলার খলিলনগর, মাগুরা, খেশরা, নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, ইসলাকাটি, কুমিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গনসংযোগ ও দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন। তিনি দীর্ঘ তিন বছর যাবত তালা উপজেলার প্রতিটা অঞ্চলে গনসংযোগ করে চলেছেন। সদ্য জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী পক্ষে ভোট করে পুনরায় তিনি সাধারণ মানুষের সাথে গনসংযোগ ও দলীয় নেতাদের সাথে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, আমি বিগত সময় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের জুড়ে অভাবনীয় উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের বিপদ আপদে পাশে থেকেছি। আমি ২৪ ঘন্টা সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থেকে সেবা করে চলেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সাথে গনসংযোগ করে যাচ্ছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তালা উপজেলা থেকে দালাল, চাঁদাবাজ, ভূমিদস্যু, রাতের আধাঁরে মামলা না থাকাসহ সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থাকবো ইনশাল্লাহ।
তালায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুলের গনসংযোগ অব্যাহত
পূর্ববর্তী পোস্ট