
বিশেষ প্রতিবেদক, তালা: তালা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
শনিবার তালা প্রেসক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এম,এ হাকিম, তালা প্রেসক্লাবের বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস,এম জাহাঙ্গীর হাসান, সাংবাদিক শেখ আব্দুস সালাম, শেখ ইমরান হোসেন, হাসান আলী বাচ্চু, বি,এম বাবলুর রহমান, মুহাঃ লিটন হুসাইন, মোঃ বোরহান উদ্দীন বিশ্বাস, মো: ফয়সাল হোসেন, মুহাঃ জাকির হোসেন লিটন।
সভায় প্রবীণ সাংবাদিক এম,এ হাকিম বলেন, তালা প্রেসক্লাবের যে সকল সদস্য দেহত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। সাংবাদিকদের মধ্যে যারা চলে গেছেন তারা হলেন তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রায়াত সাংবাদিক এম,এম ফজলুল হক মনি, সাংবাদিক এস,এম হাসান আওরঙ্গী, সাংবাদিক মুহাঃ আবুল কালাম মহিউদ্দীন, সাংবাদিক এ,কে,এম আব্দুস সাত্তার, সাংবাদিক এস,এম নুর আলী, সাংবাদিক মুহাঃ আব্দুল মাজেদ স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম বলেন, তালার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।