
আকবর হোসেন: সাতক্ষীরা তালা পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ানের সোমবার(১৩ জুলাই) সন্ধায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড হয়েছে। বাল্য বিবাহ দেওয়ার অপরাধে মেয়ের পিতা এবং ছেলের ভগ্নিপতি উভয়কে ৬মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজা প্রদান করেন, তালা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: রবিউল ইসলাম।
ঘটনার বিবরনে জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ধানদিয়া ইউনিয়ানের এনায়েত পুর গ্রামের সিদ্দিকুর শেখের পুত্র লালটু শেখ(৩৪) এর কন্যা ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী খাদিজা খাতুন(১৪) এর সহিত সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের মো: মোজাম মোড়লের পুত্র, রাশিদুল ইসলাম নাসির(১৯) এর বিবাহ ঠিক হয়। বিবাহ দেওয়ার প্রক্কালে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, তালা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মো: রবিউল ইসলামকে সংবাদ দেয়। তিনি সেখানে উপস্থিত হয়ে সত্যতা পেয়ে মেয়ের পিতা ও ছেলের ভগ্নিপতি উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা ও ৬মাসের জেল প্রদান প্রদান করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য ও যায়যায়দিনের তালা উপজেলা প্রতিনিধি মামুন রেজা প্রমুখ।